চিরিরবন্দর উপজেলা পরিষদ ও আমবাড়ী সড়কের মিলিত পাকা রাস্তা সংলগ্ন তাই উক্ত স্থানে সহায়তার জন্য যোগাযোগ খুবই ভালো ।
ঐতিহাসিক ফুলপুর রাম নবমী বারুনী মেলা প্রবাহমান ইছামতি ও ভেলামতি নদীর সংযোগ স্থলে অবস্থিত। এখানে হিন্দু ধর্মালম্বীরা প্রতিবছর নিদৃষ্ট দিনে পুজা পার্বন, নদী স্নান করে। এখানে পুজা প্রার্থনা করার জন্য চারটি মন্দির রহিয়াছে। এসময় এখানে অনেক বড় বউমেলা বসে যা প্রায় ১ মাস ব্যপী চলে। ইছামতি নদীর উপর নির্মীত বিশাল ব্রিজ উক্ত স্থানের শোভা বর্ধন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস